নীল আকাশের মেঘের ভেলায়
ভালোবাসার আবীর মেখে
দুহাত দিয়ে বৃষ্টি ছুঁয়ে
চোখের জল দুঃখ মাপে।
শ্যাওলা পরা দালানটা ,আছে একাকী দাড়িয়ে
দু তলার ঝুল বারান্দায়, ফাটল কার্নিশে
বসন্ত নিয়েছে বিদায় , সব হারিয়ে
চুপি চুপি ব্যথা লুকায়, নিঃশ্বাসে প্রশ্বাসে।।
ঝরা পাতায় হারিয়েছে ,লাজুক পায়ের ছাপ
উঠোনে লুকোচুরি, খেলে মনখারাপ
হঠাৎ জেগে উঠে , নির্বাসিত স্মৃতির কায়া
তুমি কি দুরন্ত তৃষা, নাকি শুধু মায়া।।