পদ্মপাতায় ভেসে থাকা সম্পর্কের জন্মান্তর।
ক্ষুদ্র ক্ষুদ্র দৃশ‍্যের কোলাজ ক্রমশ ঢেকে দেয় শান্তির
                                               আয়ুস্কাল।
নক্ষত্রের গায়ে ছায়াচ্ছন্ন মেঘের গল্প ঘোরাফেরা
                                                    করে।
বইয়ের ভেতর রাখা পাথরকুচি পাতাটায় এখনও
                               ডাক দেয় আগামীকাল।
আমি বাঁচতে চেয়েছি,ছেড়া প‍্যান্টের শূণ‍্য পকেটে
                           রক্তাক্ত ভালো বাসা নিয়ে।
আমি বাঁচতে চেয়েছি, হলুদ পুরনো কবিতা খাতার
                                   না মেলা ছন্দ নিয়ে।
কবিতা,কবিতা তোমাকে কিছুই দেয়নি-
     এক বুক দীর্ঘ শ্বাস,কিছু চিঠি,কিছু না বলা কথা।
আকাশের করতল গামী অপলক আলোকিত রোদের
                   ছোঁয়ায় আঁকা আঁকি করছে অস্তিত্ব।
বরঞ্চ এসো আমাদের সমস্ত গোধুলী, অঞ্জলি দেই
আঘাতে অণুশূণ‍্য ঋতুমতী চুইয়ে পড়া চিত্রিত মহাকালের গর্ভে।
তারপর.....
তারপর হই ইতিহাস।।