কি বলিতে চায় ঐ মহা জলরাশি
অব্যক্ত ব্যথা লয়ে আক্রোশে ভাসি
বালুতটে ভেঙ্গে পড়ে একাকী আনমনে
মনের যাতনা লুকায় যেন সঙ্গোপনে।
কিসের বন্ধন খোঁজে বালুকা বেলায়
যুগ থেকে যুগান্তর মত্ত এই খেলায়
সবে বলে ঐ শোন সমুদ্র গর্জন
উত্তাল উচ্ছ্বাসে ভাঙ্গে সকল ক্রন্দন।
সতত পেতে চায় ধরণীর ছো্ঁয়া
মাতৃসম পৃথিবীর চিরন্তন মায়া
এ যেন সাগর ধরার জন্মান্তর ধাঁ ধাঁ
জগত সংসার যেথা এক ই সুরে বাধা।।