আমি কাঠের চেয়ার, অনেকে আবার বলে কেদারা;
আমার কোন বাংলা নাম নেই।
চেয়ার ইংরেজি আর কেদারা পুর্তগিজ নাম।
শব্দকে গচ্ছিত না করেও, আমার সাম্রাজ্য স্থাপন
করেছ তোমরা।
হাতলওয়ালা চেয়ার, হাতল ছাড়া চেয়ার,
সে যে রূপেই হোক না কেন ;
আমার হাত তোমাদের মাথা থেকে পায়ের পাতা অব্দি
বন্দী করে ফেলেছে।
ক্ষমতা নামক শিকড় গেঁথে গেছে মনুষ্যত্বের শিরদাঁড়া বেয়ে অস্তিত্ব কে ছাপিয়ে।
আমার কোন মারণাস্ত্র নেই, আমি স্থবির, নিঃস্বঙ্গ, একাকী।
কিন্তু আমার সম্মোহনে তোমরা বসে থাকতে থাকতে
নিজের অজান্তেই আমার শরীরের সাথে মিশে কাঠ হয়ে যাও।
ছোট চেয়ার, মেঝো চেয়ার, বড় চেয়ারের স্বপ্ন দেখতে দেখতে তোমরা নিজেরাই স্বপ্ন হয়ে যাও।
ক্ষমতার লড়াইয়ে কখনো লক্ষ্যে ও করো না,
আমার শরীরেরও ; ভেতর থেকে ঘুণ ধরে।
তোমরা বলো ,মানুষ সবচেয়ে শক্তিশালী।
আমি বলি আমি সবচেয়ে শক্তিশালী আকর্ষণীয়।
আমাকে পাওয়ার জন্য কতই না রক্ত ঝরে।
সাজোয়া গাড়ি অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে গর্জে উঠে ঘুমন্ত নিরীহ মানুষের উপর।
আমাকে অত বেশি আঁকড়ে ধরো না।
তোমাদের অবস্থা দেখে আমার ও কষ্ট হয়।
ভেতরের জং ধরা লোহা গুলো, বিদ্রোহ করে বেরিয়ে আসতে চায় শ্লোগান মুখে নিয়ে।
যদি সত্যি ওরা কোনদিন বেরিয়ে আসে?
তাহলে, তাহলে কোথায় থাকবো আমি?
আর মনুষ্যত্ব হারিয়ে একতাল মাংসপিণ্ড হয়ে কোথায় থাকবে তোমরা?