(1)
ঝাণ্ডা ধরলে মেলে মন্ডা
নইলে পাবে ঘোড়ার আন্ডা
সব ছেড়ে হও পান্ডা
নয়ত খাও শুধুই ডাণ্ডা।।
(2)
উল্টো রাজার উল্টো পথ
ডন্কা বাজিয়ে নেয় শপথ
বিনে পয়সায় চাল আলু
শুনে মুচকি হাসে ভালু।।
(3)
সরু পাইপে দুধ খাব
সর থাকবে উপরে
জনগণ খাবি খাবে
ডিনার করবে দুপুরে ।।
(4)
ওরা হলো গুরু
ওদের হাতে নাড়ু
লাফিয়ে উঠে হারু
কোথায় আমার গাড়ু।।