🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
রাত জাগা দুটো চোখ
খুঁজে ফিরে একটি মুখ
হারিয়ে গেছে সে মুখ
নিয়ে সব সুখ।
চাঁদের কলঙ্ক সেকি
শুধু আলপনা
জীবনের দুঃখ কি
যায় হাতে গোনা।
তীরে বসে স্রোত দেখে
ভরে শুধু চোখ
তাতে কি পূর্ণ হয়
অপূর্ণ সুখ।
রূপের মাধুরী ঢেলে
সাজানো পৃথিবী
ব্যথার রজনী তে
কেঁদে উঠে সবি।।
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🍀