🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

দিনের প্রান্তে গোধূলি বেলায়
বিকিকিনি শেষে শূন্য মেলায়
দাড়িয়ে কি খুজিছ পথিক?
চল মোর সাথে যেতে হবে দূরে
প্রদীপ এনেছি আমি হাতে করে
ফিরিয়ে দিও না ওগো বন্ধু মোরে,
যাব নিয়ে তোমায় মাটির ক্রোড়ে।
মাটির গন্ধ নিয়ে বুক ভরে
খুঁজিও তাহারে জীবনের দ্বারে
যদি খুঁজে পাও তুমি তাহারে
দেখিবে সেথায় ফুটো ঝুলিটায়
নেই কিছু আর বাকী,
চির পথের পাথেয় হারিয়ে
সবই হবে শেষে ফাঁকি।

🧩🧩🧩🧩🧩🧩🧩🧩🧩🧩🧩🧩🧩