গ-গণ মাধ্যম হোক রাজনীতি মুক্ত।
ণ-ণত্ববিধিতে 'নেতা' আর 'গণ' হোক যুক্ত।
ত-তোলাবাজি,তেলবাজি নিপাত যাক।
ন্ত্রে-শাসনতন্ত্রের স্বচ্ছতায় আমলাতন্ত্র পুষ্ট থাক।
র- রাজনীতির নাম পাল্টে হোক 'গণনীতি'।
সা-সাম্যবাদের অর্থনীতিতে নিপাত যাক পুজিঁপতি।
ত-তর্কবাগীশ কথার চালে আর যেন না ভাসি।
কা-কাজ চাই ভিক্ষা নয় স্বরোজগারে ফুটুক হাসি।
হ-হাত বদলের ক্ষমতা নয় চাই স্বাধীনতার ক্ষমতা।
ন-নতুন ভাবে চিন্তা আসুক তবেই জিতবে জনতা।।