রক্তে নেশার আগুন জ্বালাও বন্ধু
সেই আগুনে জ্বলুক সকল গ্লানি,
বিপ্লব কি শেষ হয় কখনো?
অত্যাচারের নিঃশেষ হয় মানি।
শ্লোগান হারিয়েছে হরিলুটের গানে।
তবুও নিঃশ্চুপ! মিথ্যা অভিমানে?
ভিজে গেছে শরীর শুধু চাই উত্তাপ,
রাজতন্ত্রের পায়ের তলায় গণতন্ত্রের বিলাপ।
অনেক তো হল বাঁচা বাঁচা খেলা
বাঁচার মত বাঁচো এক বেলা।
শিরায় শিরায় আজন্মের অবহেলা
মিথ্যা শ্লোগানে মেটে না পেটের জ্বালা।
খড়্গ, কৃপান নাই বা জুটুক হাতে
উঠা ও 'কলম' হাতে হাত রেখে সাথে
দূরে চলে যাবে সকল স্বৈরাচার
নিশ্চিত হবে মানুষের অধিকার।।