ফাগুন মানে প্রথম আলো
                প্রথম প্রেমে পড়া
ফাগুন মানে ভালোবাসা
               ভেজা চোখের তারা।
      
ফাগুন মানে চাঁদের  হাসি।
  ফাগুন মানে তারার রাশি।

ফাগুন মানে নীল চিঠিতে
             তোমার না বলা কথা।
ফাগুন মানে হৃদয় মাঝে
                 চুপটি করে থাকা.......