মেঘমল্লার তুয়া অনুরাগে
অরণ্য ক্লান্ত বিহঙ্গ
শবরীর বুকে দ্বিচারিণী
পরম্পরায় ভুজঙ্গ।
উদাসীন্য রক্তক্ষরণে
ইহ জগত করে বাস
স্বচ্ছন্দ উত্তরের প্রত্যাশায়
যাপন চিত্রে দীর্ঘশ্বাস ।
মুদ্রা দোষে নিভৃতচারী
একলা মুহূর্তে বন্দী
আত্মদর্শন পৃথিবী লুকায়
চরাচরসারে সন্ধি।
পথ চলিত সমাজ দর্পণ
অপ্রিয় সত্যের আলোয়
শুদ্ধ সত্য কথনে সমঝোতা
সুপ্ত দর্শনের কলায়।
নিজের গহনে ডুবে থাকা ঢেউ
মোড়ক বিহীন সৃষ্টি
অনাঘ্রাত জগতে কেউ
আলোক প্রত্যাশি দৃষ্টি।
দৃষ্টিকোণ নির্মম অতি
ভাবাদর্শে সত্য ছায়া
শূন্যবাদে মৌলিক আদর্শ
রক্ত মাংসে শুধু মায়া।
সন্ন্যাস জীবন নাকি জীবন প্রান্ত
ব্যর্থতা নাকি নির্বাণ
উল্কা পাতের আলোক ধারায়
ঈশ্বর কণিকা আজও অম্লান।।