স্বা গত তোমায়,স্বপ্ন সাজানো মালায়
গ ত হোক সব ব্যর্থ, দৈন্য, জ্বালায়।
ত ব হাত ধরে মুক্তি আসুক জীবনে
হে স্রষ্টা ক্ষমা কর সদা মননে।
দু নয়ন যেন খুঁজে পায় নীলাকাশ
ই চ্ছে গুলো পূর্ণ হোক, মুক্তি পাক কারাবাস।
হা সতে থাকুক স্বপ্নরা, শুধুই ভালোবাসায়
জা গরীত হোক সুপ্ত জ্ঞান, মুক্ত মনের ভাষায়।
র চিত হোক মুক্ত বিশ্ব, কাটুক আঁধার কালো
এ কতারাটা বাজুক সুরে,নিয়ে ঐক্য আলো।
কু শের বুকে শিশির ঘুমাক, আসুক স্নিগ্ধ সকাল
শ ত পাখির কলতানে মুখরিত ধরাতল।।
(আসরের সকল সন্মানিত কবিবৃন্দ কে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা)