"এক পৃথিবী" দেখব বলে-
সন্ধ্যা রাতে তারার সাথে আমি একা,
চেনামুখ আলোর মাঝে যায় না দেখা।
"এক পৃথিবী" দেখব বলে-
নগ্ন পায়ে তেপান্তরে ছুটে চলা,
মনের মাঝে মনের কথা লুকিয়ে ফেলা।
ধানের গন্ধ নেয়া বাতাস- "এক পৃথিবী"
রাত্রি জাগা নদীর বুক-"এক পৃথিবী"
বাতাস ছেড়া মেঘের গল্প-"এক পৃথিবী"
বদ্ধ খাঁচায় একটি পাখি -"এক পৃথিবী"
যুগান্তরের মানব মেলা-"এক পৃথিবী"
কমা,ড্যাস,রেফের মাঝে-"এক পৃথিবী"
জীবন জুয়ায় নষ্ট জোকার -"এক পৃথিবী"
বেঁচে থাকার আর একটা নাম-"এক পৃথিবী"