মন খুঁজে যায় ভাঙ্গা চাতাল আধার হিয়া
শিকল পায়ে একা কাঁদে "একলা টিয়া "
ভালবাসি বলতে যেয়ে ও হোঁচট খাওয়া
অনেক কিছু পেয়েও কেন হারিয়ে যাওয়া।
ছটফটে মন ঠোঁটের উপর একটু আশা
ধুকপুকানি বুকের মাঝে রকেট ঠাসা
কল্পনাতে জেগে থাকুক স্বপ্ন আসর
তোমার আমার নাইবা হলো সুখের বাসর।
নিবিড় রাতে চাঁদের সাথে সমীকরণ
তোমার সাথে ধূলোঝড়ে কাটবে জীবন
রূপ সাগরে ডুব দিয়ে অতৃপ্ত ক্ষণে
একটি 'চুমু' তোলা থাক মনের কোনে।।