তোমার আকাশ থেকে চুইয়ে পরা দুঃখ
ভিজিয়ে আমায় কি জানি কি সুখ পায়?
তোমার পথের বাঁকে হারিয়ে যাওয়া সুর
কি জানি কখন নিজেকে হারায়।
এক টুকরো "ভালোবাসা"
না কি একটুকরো "ব্যথা"
কোনটি বেশি ভারী?
তৃপ্তি কিংবা অতৃপ্তি
দুজনের ভীষন আড়ি।
ভোরের নরম রোদে
শুকোয় কি রাতের কাজল
জানি না স্মৃতির আকাশ
কখন হয়ে যায় অদল বদল।
ভালোবাসা কি সুর খোঁজে
মনের দুয়ারে দুয়ারে।
দোটানায় ভাসে না বলা কথারা
স্বপ্নের নরম আদরে।
আশ্রয় হীন একাকী স্মৃতির
খেলাঘর নিয়ে খেলা
অমানিশা ঘেরা জোৎস্না ঘরে
সবাই "একেলা"।।