******************************
******************************
যতই তুমি জ্যোৎস্না দেখ, জানলা দিয়ে রাতে;  
দরজা দিয়েই বের হতে হয় 'একলা' নিজের সাথে।
সবার মাঝে 'একা' সবাই, সবার মাঝে ভিন্ন ;
সবার মাঝেই জীবন যাপন, তবুও সবাই অন্য।
'একা' আমি, 'একা' তুমি, তবুও 'একা-য়' ভয়,
সারা জীবন করে যাওয়া, 'একা-না' থাকার অভিনয়।
আশায় আশায় দিন কেটে যায়, আশায় বাঁধে মন।
আশার মাঝেই আশাহত, জীবন-সমীকরণ।
সব গল্পের শেষ থাকে না, অসমাপ্ত লেখা;
         নতুন ভোরের আলো নিয়ে জাগে,
পুরোনো আমি "একা"......


******************************
******************************