এই সময়---
কথারা মেঘে ঢাকা
শ্বাসেরা থাকে একা
অতৃপ্ত নিরালায় অন্বেষন।
পাতা ঝড়া এই বুকের নির্বাসন
খুঁজে ফিরে একাকী অস্তিত্ত্বের মন
ভালোবাসা ভয়ে আজ অসহায়
মন থেকে পালায় চুপি চুপি পায়।
এই সময়---
বেঁচে থাকার চোরাবালি
বিবেকহীন হাত তালি
সততার অন্তর্জলি
টিকে থাকা দায়।।