আমার সঙ্গে আমার দেখা
আর আমার আঁধার সকাল
তোমার এই ব্যস্ত শহরে
রোজকার "দ্রোহকাল"।
আমার ঘরের রং চটা দেয়াল
টিকটিকির গান শোনা
মায়াবী আলোয় নিয়নের বাতির
স্বপ্নের দিন বোনা।
আকাশ বাতাসে নির্লিপ্ত জীবন
অস্তিস্ত্বের কাল বেলা
এক ফালি রোদ দূরু দূরু বুকে
সয়ে যায় অবহেলা।
গগণচুম্বী স্বপ্নেরা হাসে
ক্ষুধা বসে কাঁদে একা
অতৃপ্ত শহর অতৃপ্ত সময়ে
অপরিচিত বেঁচে থাকা।।