ব্যথা ভয়াতুর বেদনার সুর
বক্ষে আজ কেন বাজেরে
পাগল হাওয়া কানে বলে যায়
নাই সে আজ নাহি রে।
আপনার মাঝে আপনাকে খুঁজে
আপনার হল বলি।
কিবা হরষে খেলিছে 'এপ্রান'
আপন মনেতে হোলি।
একি শুধু আশা নাকি দুরাশা,
কুয়াশার মাঝে কুহকিয়া ভাষা।
নিত্য চিত্তে আকুল অনিত্য
খুঁজে ফিরে আজ কাহারে?
কিবা অপরূপে আসিছ ধরায়
সত্য মাঝেতে অমৃত ধারায়
তবে কেন দ্বিধা এত কোলাহল
করিছ পান শুধু হলাহল।
হুতাশনে বসি জাগিছ কাল নিশি
আশীবিষ সম একাকী
তবে কি হেথায় হারিয়ে "নিজেকে"
দংশিলে তুমি "তোমাকে"