মান, যশ, শঠতা
চেয়ারের ক্ষমতা
পিছু পিছু জনতা
নেই কোন সমতা।
মাঠে ঘাটে দীর্ঘশ্বাস
গাল ভরা আশ্বাস
এলো মেলো বিশ্বাস
উঠে শুধু নাভিশ্বাস।
নিঃসঙ্গ জনগণ
নেতাদের ভোট রণ
সমান্তরাল দুঃশাসন
বিচিত্র আলোড়ন।
শাসনের নীতিকথা
শত ভাগ বাতুলতা
বিরক্তীর ব্যাকুলতা
মুক্তির আকুলতা।।