তোমার কথা ভেবে ভেবে
ফেসবুকে দিন গুনি
খেজুর রসের মত নাকি
প্রেম ও এখন মরসুমি।

টুইটারে ফলো করে
হোঁচট খাই বারবার
বুঝি না ছাই কখন কি হয়
ভালবাসা পগার পার।

ইউটিউবের শর্টস এ তুমি
মুখ দেখাও হরেক রকম
ইসটাগ্রাম খুলতে খুলতে
হারিয়ে যাও যখন তখন।

ডিজিটাল প্রেমে ব্যস্ত সবাই
প্রেমের সংজ্ঞা বদলে গেছে
ভেজা চোখের ভালোবাসা
নেটওয়ার্কে হারিয়ে গেছে।।