"অলির হাসি''

চোখেতে বাদল আজ গায় গুন গুন
মন ময়ুরী নাচে দেখ রুনঝুন
হংস মিথুন খেলে পদ্ম মাঝে
মন আজ সাজাবো কোন রঙিন সাজে।

নয়ন ও দোয়ার আজ খুলেছে
আকাশে তারার প্রদীপ জ্বলেছে
নিশীথে বাজিছে দূরে বাঁশি
বিষের ফুলে শোন অলির ও হাসি।

চোখ সেতো মনের ও কবিতা
আঁধার ও নিশীথে সুখের ও সবিতা
সে চোখে খেলে আজ অশ্রুর ঢেউ
চারিদিকে কুয়াশা নেই সেথা কেউ।

তবুও দুঃখ নিশি জাগে
কৃষ্ণ চূড়ার পরশ ও লাগে
হয়ত নতুন সাজে আসবে স্বপন
ভারাবে নতুন সাজে বিরহ এ লগন।।

(রচনা কাল-৪/৫/১৯৯১)