এক ঝাঁক পায়রার উড়ে যাওয়ার শব্দে, জেগে উঠে দিন।
ফিরে তাকাই পেছনে একবার
ঝরে পড়ে, নিশ্চিন্তে দু একটা পালক
যেন মিটিয়ে যায় সকল অপরিশোধিত ঋণ।
আশা নিরাশায় পিছু ডাকা স্বর
বুকের সীমায় অসীমের সাথে মিশে।
রক্তের ভেতর বরফের মত শীত
জীবনের সাথে ধূলোঝড় হয়ে বাঁচে।
সময়ের উর্ধ্বে ক্লান্ত পৃথিবীর রূপ
দূর মোহনায় শূন্যেতে মিশে ক্ষয়
নির্জনতার গানে, আগুন বাতাস জল
মনোবীজ মাঝে অবিরত কথা কয়।
পড়ন্ত রোদে সূর্যের হতাশা
উপেক্ষা করে রাতের ভ্রান্তি বিলাস
জরাজীর্ণ বিকেলের গাঁ ঘেঁষে
নিঃশেষ সীমায় শতাব্দীর দীর্ঘ শ্বাস।