ঠিকানা খুঁজিনি ঠিকানার
ঠিকানা আমাকে খু্ঁজে
জীবনের যত ঋণ
ঠিকানা নেবে যে বুঝে।

স্মৃতির পসরা সেজে উঠেছে
হারানো দিনের অভিষেক
দৈন্য ব্যথারা মুখ খুলেছে
কেন মিছে এত উদ্বেগ।


হারানো ঠিকানার যত টুকু ঋণ
নিশ্চিত তুমি চুকাবে যে দিন
সামনের পথের হারানো ঠিকানা
সংলাপে খুঁজবে মুছে যাওয়া দিন।।