ইচ্ছে গুলো লুকিয়ে রাখি
ইচ্ছে গুলোর সময় নষ্ট
ইচ্ছে গুলো দিল ফাঁকি
ইচ্ছে গুলোর ভারী কষ্ট।
রেশমের মত ইচ্ছে উড়ে
বৃষ্টি র মত ইচ্ছে ঝরে
টাপুর টুপুর সন্ধ্যা দুপুর
ইচ্ছে গুলোর বাজে নুপুর।
ইচ্ছে গুলোর ইচ্ছে হয়
তেপান্তর এর মাঠে
কেউ এসে হাতটি ধরুক
জড়িয়ে ধরুক ঠোটে।
ইচ্ছে রা সব বাধন হারা
দুপুরের এলোচুল।
সুগন্ধ আঁচলের গন্ধে
ঝরে পড়া বকুল।
অতীতের মুহুর্তরা ইচ্ছে র একাকীত্ব
অনুভূতির শূন্যের মাঝে আমি এখন ব্রাত্য....