অমার্জনীয় অপরাধ ভালোবাসা
আনন্দলোকে আনন্দ নেই জানি
মনের সাথে মনের গরমিল
সেই দোষেতে দোষী আমি মানি।
চেয়েছিলাম পরস্পর কে খুলতে
দেখব সব সুখ দুঃখের দাগ
বুঝিনি তুই চাইছিলি সব ভুলতে
তোর বুকেতে বিরহী মাখা ফাগ।
ভালবাসায় দুঃখ মাপা ছিল
ভেবেছিলাম কলন্কিত হব
পরীক্ষার আগেই উত্তর জানা ছিল
ভালোবাসলে তো কেই হারাব।
শর্ত বিহীন নিঃস্তব্দ কিছু ঋণ
এসে দেখে যা কেমন আছে তারা
গচ্ছিত সেই যুগলবন্ধী দিন
সময়ের স্রোতে যারা আজ গতিহারা।
তোর কাছে জীবন অনেক দামী
তুই বেছে নিলি সুখের আলাপন
ভালবাসা হীন স্বপ্নের হাতছানি
আমার কাছে জীবন শুধুই জীবন।।