¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶

এখনও তুমি ঘুমিয়ে রবে,
        তুমি কি জাগবে না?
ভেবোনা তুমি রেহাই পাবে,
         কোন আঁচ লাগবে না।
  তুমি কি দেখনা সশস্ত্র,
              হাত গুলো কি করে?
ছিনিয়ে নিয়েছে তোমার অস্তিত্ব,
               অবলীলায় বারেবারে।
ডানপন্থী, বামপন্থী ব্যক্তি স্বার্থবাদী
    পুঁজির স্বার্থ সিদ্ধ করতে ওরাই ,
                        আজ প্রতিবাদী।
    রাষ্ট্র, মানবতার অবমাননায়
                        ওরা উল্লাস করে।
তোমার অধিকার, তোমার গণতন্ত্রে
             তোমরাই আজ 'এক ঘরে'।
মানুষের মাঝে মানুষ বেচে
                       মুনাফা শুধু লুটে।
সততা বর্জিত আস্ফালন
              কোটি কোটি টাকার ভোটে।
ছড়িয়ে দাও প্রতিবাদ,প্রতিরোধ
                    জাগো দাবানলের মত।
ওরাও বুঝুক, নিরীহ মানুষের রক্ত, ঘামের
                               মূল্য আজ কত?

¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶