উত্তাল সমুদ্র ,
দাঁড়িয়ে আছে বালু রাশি
সরীসৃপ, তীক্ষ্ণ ধার স্রোত
চলে যায় পাশাপাশি।
ইউক্যালিপটাস বনে শব্দরা হেঁটে বেড়ায়।
চোরাবালি এখানে ওখানে,
চুপি চুপি কানে কানে কি কথা বলে যায়।
ক্ষয়িষ্ণু চাঁদ ঝুলে আছে আকাশে
নাভিকুন্ডলি থেকে জড়িয়ে আছে সরীসৃপ
অশনি সংকেতে,বিস্মিত সময়ে ,
জ্বলন্ত ডানার পাখি গুলো
আশ্রয় খোঁজে স্বার্থের "কলোনাইজেশন"স্কীমের
পৃথিবীতে।।