আজই এ সময়ে চিত্ত বদ্ধ
সিক্ত মত্ত বাসনায়
ক্ষণিক সময়ের বৃন্ত সুপ্ত
রিক্ত সুপ্ত কামনায়।
আকন্ঠ বিষে জর্জরিত দেহ
অ-সুখে হারায় মন, প্রান, স্নেহ
মোহের লাগি হৃদয়ে ক্ষুধা
ত্যাজিয়া বিবেক প্রেম রূপ সুধা।
মনের মাঝে মন খুঁজি না
প্রানের মাঝে প্রান
জীবনের মাঝে নিজেরে হারিয়ে
ভুলেছি সাম্যের গান।
কতটা মধুর বেদনা বিধুর
বিরহ প্রেমের প্রেয়সী সুদূর
মোহন মরীচিকার পিছে শুধু ছুটে
সত্য কথন গিয়েছে যে টুটে।
আত্মা একাকী কাঁদে নিরালায়
কি ভাবে বসে এই অবেলায়?
অর্থের মাঝে অনর্থের খেলা
বিজন ঘরে 'আমি' একলা।।