সময় কভু হয় না আপন
                শুধু বদলে যায়
জীবনের সাথে সম্পর্ক গুলো
          ফিকে হয় নিরালায়।

আপনজন বদলে যায়
      আপন মনের  সাথে
জীবন একা হাসে শুধু
             ছিন্ন সুখ হাতে।

শূন্য পূর্ণ মহাশূন্য
      পৃথিবী  ধারণ করে
তার চেয়ে অনেক শূন্যতা
              রয়েছে অন্তরে।

সুখ লুকিয়ে  দুঃখ খোঁজা
        না দুঃখ লুকিয়ে  সুখ
নীরবে ছিঁড়ে  সম্পর্কের সুতো
           নিভৃতে ভাঙ্গে বুক।।