একটা গরুর শিংয়ের উপর
বসল এসে কাক।
জাবর কেটে গরু বলল
চিচিংফাঁক ।
চিচিংফাঁকে পড়ল কাক
জ্ঞান হারালো শেষে।
চারপাশের হাজার কাক
কা--কা করে হাসে।
কাকের তাড়ায় দিশেহারা
গরু দৌড়ল একা
পেছন পেছন কাক গুলো
করে শুধু কা--কা।।
ছুটছে গরু খাচ্ছে্ তরু
পৌঁছল সে শহরে
দেখল সেথায় বক্তৃতা
হচ্ছে বেশ বহরে।
বাড়ী কোথায় নেই মনে
গরুর চোখে জল
এ কোথায় এলেম বাবা
লেজেগোবরে হাল।
হঠাৎ গরু মঞ্চে উঠে
বলল নেতা ভাই--
বাড়ী যাওয়ার রাস্তা আমি
কোথা থেকে পাই -
ওরে বলে দে না ভাই।।