মন ভালো নেই
মনের সাথে আড়ি
মন খারাপের কবিতা গুলি
ঘুমও তাড়াতাড়ি।
ধারালো ছুরিতে কুচি কুচি কাটা হৃদয়
রক্তাক্ত সতেজ ক্ষত
বেহাগ মাখা গায়ের গন্ধ
ঠাণ্ডা বুকের গলিত লাভা
এক প্লেটে সাজিয়ে নিলে
কি ভালো লাগবে আহা--
চোখের জলের গেলাস হাতে নিয়ে
হয়ে যাবে পার্টি বিলক্ষণ
আমি আর আমার দুঃখ একসাথে
বলব '"চিয়ার্স" জীবন যতক্ষন।।