চলো ভোট দিতে যাই,
নিজের পায়ে নিজেই আবার
কুড়োল মারি ভাই।
চলো ভোট দিতে যাই,
একটা দুটো কারখানাতে
লাল বাতি জ্বালাই।
চলো ভোট দিতে যাই,
কাটমানি আর সিন্ডিকেটের
নতুন আসর জমাই।
শিক্ষা গেছে আস্তাবলে
চিকিৎসা রসাতলে
চাকরি বাকরি শিকেয়
ভোটের বাজার চুপিসারে
গনতন্ত্র বিকায়।
রাজনীতির পাশাখেলায়
জণগণ গুটি।
তবুও কেন নাচতে নাচতে
ভোট দিতে ছুটি।
ভোট নামক রাজসূয় যজ্ঞে
দেশের টাকা নষ্ট
জনগনের মাথার উপর
ঋণের সুদের কষ্ট।।