তোমার কাছে আর কিছু নেই
প্রমাণ করার প্রত্যাশা
তোমার কাছে চাইব না আর
সোঁদা গন্ধের হতাশা।
এবার আমি মুক্ত হব
চোখ ঢেকে শক্ত হব
আগুন হব ফাগুন হব
এক গ্লাস দুঃখ হব।
দুঃখ আছে কত রকম
রোদ কিংবা বৃষ্টিতে
দুঃখ আছে হরেকরকম
নর কিংবা নারীতে।
পাবই পাব স্বপ্নগুলো
টুকরো স্মৃতির মিউটেশন
রক্ত গোলাপ নষ্ট প্রলাপ
শিশির বিন্দুর আলিঙ্গন।
এখন দূরে ডাকছে কি কেউ
সম্পর্ক নাকি আগ্রাসন
নিভৃতে নীল পদ্ম হব
হৃদয় পুরে নির্বাসন।।