জানি, তুই ভালো নেই;
বিষন্ন বাতাস কানে কানে বলে যায়
ভালো নেই, "সে ভালো নেই।"

আশ্রয়হীন একাকী পথ
খুঁজে ফেরার কি নেশা?
ঘুমিয়ে যায় স্বপ্ন
জোৎস্না খোঁজে শুধু অমানিশা।।


তোর আকাশ থেকে
       চুঁইয়ে পড়া দুঃখ,
ভিজিয়ে আমায় কি সুখ পায়...?

পথের বাঁকে
          হারিয়ে যাওয়া সুর,
কি জানি কখন নিজেকে হারায়।

এক টুকরো ভালোবাসা
নাকি এক টুকরো ব্যথা
কোনটি বেশি ভারি...?
তৃপ্তি কিংবা অতৃপ্তি
দুজনের ভীষণ আড়ি।

ভোরের নরম রোদে
শুকোয় কি রাতের ভেজা কাজল...?
জানি না স্মৃতির আকাশ
কখন হয়ে যায় অদল বদল।

ভালোবাসা কি সুর খোঁজে
          মনের দোরে -দোরে ..?
দোটানায় ভাসে হারানো ছবি
স্বপ্নের নরম আদরে।।