******************************
বিম্ব বাসনা ছেড়ে উড়ে যায় প্রজাপতি মোহ বীজ
মেঘযাত্রায় ।
নির্জনতায় মানুষ শোনে শুধু হিরন্ময় গান,এই বাক
পৃথিবীর যুগে ।
সেই গানে অনুক্ষণ বীজ বপনের উল্লাস ধ্বনি।
মানুষ জন্মেছে দীর্ঘ এক গর্ভাশ্রমের পর,শরীরে
এখনও তার পূরবীর টান।
প্রবল আশায় বাধা পরে স্বর্ণলতার ফাঁসে,দাহের শিখা গুলো লাবন্য পাবে সেই স্বপ্নে,কষ্টের সুন্দর
পরিণতি ঘটবে।
শিশির স্নিগ্ধ ফুল গুলি উপহার দেবে নতুন কোন
সকাল।
আবদ্ধ প্রতিরোধের অহংকারে পুড়ে যাচ্ছ মানুষ,হয়ত এ অহংকার নয় 'অভিমান শুধুই'।
মানুষের হৃদয় সংবাদে আলোড়িত হয়ে, মর্মমূল
ঘেঁষে নিজের দিকে ছুঁড়ে দেয় নিজের প্রশ্ন,কার সাথে কার যোগাযোগ "মানুষ পৃথিবীর না পৃথিবী
মানুষের?"
নিজস্ব প্রতিরোধের গড়খাই থাকে না, থাকে শব্দের আবরণ , সেই আবরণে বাস করে সম্পর্ক গুলো।
শুকনো পাতারা ও পাখির মতন উড়ে।
যাদুকরের পোশাক পড়ে দাঁড়িয়ে মানুষ । কিন্তু যাদু দন্ড হাতে দাঁড়িয়ে অন্য কেউ নিঃস্তব্ধ ,নীরবে, বাক্যহীন।
******************************
গড় খাই<দুর্গের চারিদিকের খাত/পরিখা