এখনও বুকের মাঝে জেগে উঠে, শুকিয়ে যাওয়া
                                      স্বর্ণলতার কান্না।
বড় গাছটার নীচ থেকে উপর পর্যন্ত জড়িয়ে উঠা
                স্বর্ণলতা, আশ্রয়হীন বিবস্ত্র স্বর্ণলতা।
যেতে যেতে একবার পিছন ফিরে তাকাই, সশব্দে
                                     চাবুক পড়ে গায়ে;
চামড়া ছিড়ে রক্ত পড়ে ফোটা ফোটা...

পা থেকে মাথা পর্যন্ত তীব্র যন্ত্রণায়, কুকড়ে গেছে
                                    ভেতরের আমিটা।
সারবন্ধী বন্ধ দরজা, জানালার মাঝে শুধু খোলা
                                               একটা!
তার থেকে উঁকি দিচ্ছে বিবর্ণ স্বর্ণলতা।
মাকড়সার সোনালী নরম ফাঁসে জড়ানো বিবর্ণ
                                             স্বর্ণলতা।।