বাউলিয়ানা ধুলোময়লা
        জীবনের যত ঋন
দীর্ঘশ্বাসে অনাবাদী বাঁচা
        অপূর্ণতা সীমাহীন।

নিজের ভেতর দুরত্ব অনেক
       রক্তাক্ত পতিত জমিন
রাতের নিঝুম আড়াল খোঁজে
            স্বপ্নের আলাদিন।

বাবুই এর বাসা নাকি চড়ুয়ের ঘর
       কে আপন আর কেবা শুধু পর
যেদিকে তাকাই শুধু বালুচর
অস্তিত্ত্ব রা খোঁজে হারানো বাসর।  

উপোসী মন অনাবৃত চাওয়া
নৈকট্য খোঁজে ব্যর্থ মায়া
ঐ দেখা যায় কিসের ছায়া
মহাকাল হাসে নিয়ে যত কায়া।।