আটই ফাগুন জ্বালায় আগুন
পলাশ-শিমুল বনে
নগ্ন পায়ে প্রভাতফেরি
বাংলা ভাষার টানে।
বিশ্বায়নের দোহাই দিয়ে
বিশ্বনাগরিকতার যন্ত্রে
শিক্ষিতরা দীক্ষিত আজ
"ব্যাঙ্গলিশ" এর মন্ত্রে।
"A" এর উপর দাড়িয়ে বাঙালি
"অ" ধরে টানে
বাংলা ভাষা মুচকি হাসে
"বং কালচারের" গানে।
বর্ণমালার প্রতি অক্ষরে হাসে "একুশ"
মন জুড়ে কৃষ্ণচূড়ার রঙে "একুশ"
আত্ম দানের ইতিহাস স্মৃতি ধার্য করে
মাতৃভাষার চেতনা ফিরুক হৃদয়ের প্রতি স্তরে।।
(আসরের সকল সন্মানিত কবিকে জানাই "অমর একুশের ও আন্তর্জাতিক ভাষা দিবসের" অনন্ত শুভেচ্ছা)