-------------------------------------@@@
সব পেয়েছির যুদ্ধ জিতে
                 হয়েছ তুমি রাজা
তাও কেন কাঁদছে এ 'মন'
                   দিচ্ছ তাকে সাজা।
সব পেয়েছির,
         সুখের অবসাদে
নামছ শুধু,
          সব হারানোর খাদে।
সব পাওয়া নয়
             মাড়িয়ে যাওয়া।
সব চাওয়া নয়
                 ব্যক্তিগত।
    কিছু 'হাসি' মনের ক্ষত
    কিছু 'কান্না' নিজের মত।।
@@@@-----------------------------------