আমাকে বহিস্কার কর .....
আমাকে বহিস্কার কর এই রাজনৈতিক সমাজ ব্যবস্থা থেকে।
আমাকে বহিস্কার কর এই নৃশংস গোত্র থেকে।
নিজেকে এই গোত্রের একজন ভাবতে বড্ড লজ্জা হয়।
আমাকে বহিস্কার কর ভোট কেন্দ্র থেকে
আপন হৃদয়ের একলা চাতালে বসে থাকব নিজের মতো।
আর চাইব না ন্যায়ের প্রতিষ্ঠা।
জীর্ণ ঘরে মশার গুনগুন শব্দে মিশে যায় মানবিক মূল্যবোধ।
ভিন্ন অবয়ব স্বপ্নের চিবুক ধরে শুয়ে থাকে ভোটের মেশিনে্।
রঙিন পুস্তিকা, প্রতিশ্রুতি সব চেয়ারে ঢুলে কতিপয় শ্লোগানের গায়।
তাজা সিগারেটের ধোঁয়ায় উড়ে যায়
গণতন্ত্রের শেষ পারাবত।
আর শিস দিতে দিতে বলে যায়
আমাকে বহিস্কার কর
বহিস্কার.....