পেটে খেলে পিঠে সয়
দিনগত পাপক্ষয়
ঠেলার নাম বাবাজি
জোড়াতালি আর ডিগবাজি।
ঠগ বাছতে  গাঁ উজাড়
চোখে সরষের ফুল
ঝোপ বুঝে কোপ মেরে
ওরা ডুমুরের ফুল।
হরি ঘোষের গোয়ালে
হাবুডুবু খাওয়া
শাক দিয়ে মাছ ঢেকে
সাপের ছুঁচো গেলা।
ঢাকের দায়ে মনসা বিকায়
তুলসি বনের বাঘ
তেলা মাথায় তেল দেয়
আমরা তীর্থের কাক।
ধরি মাছ না ছুঁই  পানি
পাকা ধানে মই
পড়ে পাওয়া চোদ্দ আনা
নেপোয় মারে দই।।