সন্ধ্যার আলো কখন তোমায় দেখে
আকাশের তারার মিছিলে চেনা মুখ
আমরা দুজনে চিনেছি কে কাকে
মরসুমি জীবন আর অন্ধ সুখ।
ব্যর্থ সংলাপে ভরা জীবন নাটক
সব অভিনয় শেষ হলে তবে ছুটি
শ্রান্ত পায়ে সব অন্ক আটক
ভালবাসা খোঁজে শেষ নাটকের জুটি।
তুমি থাক আয়না মহল মাঝে
সেই মহলে শামুকের মত বাঁচা
নতজানু হয়ে বিচ্যুতিরা ও মুক্তি খোঁজে
ভুলে গেলে কি দূরের তারার ভাষা।
দহনের জ্বালায় জ্বলন্ত অগ্নিশিখা
খুঁজে ফিরে স্নিগ্ধ চাঁদের আলো
ঝড়ের শেষে নিস্তব্ধ নীলাকাশ
বাতাসের কানে বলে, 'তুমি বড় ভালো'।।