দশ বাই বারো ফুটের ঘর
এক দিকেতে রঙ চটা দেওয়াল,
অন্যদিকে বিবর্ণ ক্যানভাসে
হারানো রঙের বেঁচে থাকার খেয়াল।

সেই ঘরেতে থাকে চারটে মানুষ
আরশোলা আর টিকটিকির সাথে,
ভাগ করে শ্বাস নেয় ওরা
যেন শূন্যের দিকে এলোমেলো  উড়ে ফানুস।

প্রাণ আছে প্রাণ আছে,এখনও ওরা প্রাণী
অস্তিত্বের অধিকার খুঁজে ওরা,
অবিশ্বাস্য চোখে বিস্তীর্ণ  আয়োজনে
খুঁজে ফিরে নিজের পরিচয়ের গ্লানি।

ওরা ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ
ওরা ঢেলে দিয়েছে চোখের জল
ওরা ঢেলে দিয়েছে ক্ষয়হীন আশা
ওরা ঢেলে দিয়েছে নিঃসঙ্গ বিদ্রোহ।

হঠাৎ করে  ঢং ঢং  করে বেজে উঠলো
পুরোনো দেয়াল ঘড়ি,
জানান দিল মহাকালের সময় সংকেত
টিকটিকি আর আরশোলাটা স্থান বদল করলো
নীরবে নিস্তব্ধে---