কেউ কি আমায় ডাকলে ---?
জানি, তুমি ডাকবে না কোনোদিন।
জানি, তুমি কাছে আসবে না কোনোদিন।
যদি কোনোদিন তোমার সাথে দেখা হয় ;
ঝরা বকুলের উৎসবে---
তবে আমি ফেরৎ চাইব আমার সত্তা,
যা মিশে গেছে তোমার অস্তিত্বের সাথে।
সেদিন আবার ফিরিয়ে দেবে না তো
পরজন্মের আশ্বাসে------