(আজকের দিনে পৃথিবীর রূপ রস গন্ধের পরশ দিয়েছিলে পরম যত্নে। সময়ের হাত ধরে তোমরা আজ না ফেরার দেশে। বাবা, মা তোমাদের কথা আজ বড্ড মনে পড়ছে।
তাইতো তোমাদের জন্যে আমার এই ক্ষুদ্র অশ্রুঞ্জলী)
-------------------------------------------------
                           অশ্রুঞ্জলী


আমার নিস্তব্দতা,
আমার গান।
ছিটানো দুঃখ কিংবা গোছানো সুখ,
আমার বেঁচে থাকার অভিমান।
সব, সব আজ বড় ক্লান্ত অবসন্ন।
প্রতিটি রোমকূপে মিশে আছে,
আজন্ম বয়ে নেয়া কালকূট বিষ।
যা উদাস ভাবে চুমুক দেই নিজের অজান্তেই।
আস্তে ধীরে আমি অসাড় হই।
গভীর থেকে গভীরে চলে যাই আমার অস্তিত্বে।
যেখানে সব কিছু নিজের মতন,
বড় মায়াময় পরিচ্ছন্ন।
হঠাৎ চমকে উঠি চেনা কন্ঠস্বরে
আবছা আলো আঁধারে ,কারা যেন বলে উঠে--
"সময়ের খেলায় আমরা বহু দূর চলে গেছি
আর যে ফেরার পথ নেই"
আমি হু হু করে কেঁদে উঠি, আশ্রয় নিতে চাই তাদের বুকে।
আর একবার আর একবার শুধু শুনতে চাই
"খোকা  ঘুমালো পাড়া জুড়ালো
বর্গি এলো দেশে"
বর্গি এলো----