সম্পূর্ণ কাব্যের মাঝে
অসম্পূর্ণ কাহিনী
লিখে যায় বিধাতা
দিবস-রজনী।
পূর্নিমার ভরা কোটাল
অমাবস্যায় স্থির
চাঁদের কান্না লুকিয়ে
আকাশ অস্থির।
ঝরে পরে বৃষ্টি হয়ে
পৃথিবীর বুকে
তবুও কি খোঁজে আকাশ
রংধনুর চোখে ।
ঢেউগুলো জলের বুকে
কি খোঁজে আনমনে
ওরা ও কি বাঁধে ঘর
সাগরের নির্জনে ।
বাতাসে উড়ে আঁচল
ভালোবাসা এলোমেলো
গতিময় সবকিছু
দোটানায় কষ্ট গুলো।
রাত আর চাঁদ মিলে
বাঁধে ঘর জোছনায়
ভালোবাসা বাঁধে ঘর
কষ্ট আর যন্ত্রণায়।।