অর্ধেক টা খোলা জানালা
অর্ধেক না বলা কথা
অর্ধেক নীলচে ব্যথা
অর্ধেক বেঁচে থাকা।
নিয়ন আলোয় জোনাকির হারানো আলো
খুঁজে ফিরে ক্ষয়ে যাওয়া আত্মার স্মৃতি
পেছনে হাসে উদ্দেশ্যহীন হায়না গুলো
তির্যক চোখে খুবলে খাচ্ছে অর্ধেক জীবন গতি।
তপ্ত পিচ গলা রাস্তার
বুকের উপর বিষ কূপ
হাজারো পায়ের মিছিল
বাক রুদ্ধ নিঃশ্চুপ।
জ্বলন্ত সময় জ্বলন্ত দায় জ্বলন্ত কিছু কষ্ট
ঘুমন্ত আশা ঘুমন্ত শরীরের ঘুমন্ত বিবেক নষ্ট।।