তোমার মাঝে আমার কারাবাস
অভিমানের বুকের ভেতর উদাসী দীর্ঘ শ্বাস।
তুমি আমার বিলম্বিত লয়
প্রগাঢ়তা নিমগ্নে ডুবে হই ক্ষয়।
তোমার মাঝে অ নিরাপদ কিছুক্ষণ
জরাজীর্ণ স্মৃতি গুলির সেথায় বিসর্জন।
তোমার মাঝে নির্জন নদীর তীর
অসহায় স্নায়ু যুদ্ধে ক্লান্ত ধীরস্থির।
তুমি আমার এক চিলতে রোদ
জেগে থাকা অনুভবের উষ্ণতার পারদ।
তুমি আমার অমীমাংসিত দ্বন্দ্ব
খুঁজে পাওয়া পাণ্ডুলিপির মীমাংসিত ছন্দ।
তোমার সাথে অলিখিত সন্ধি।
ছন্নছাড়া হৃদয় মাঝে নষ্ট কষ্টে বন্দী।।