*********পুরোনো চপ্পল************
পুরোনো চপ্পলের স্থান হল ডাষ্টবিনে।
সেখানে ছেঁড়া জুতোর সাথে দেখা।
যৌবনের নতুন দিন গুলো তে, ওদের সাথে
মোটেও বনিবনা ছিল না ;ষ্ট্যাটাস নিয়ে।
জীবনের গোধুলী বেলায় দুজনেই বুঝল,
আসল ঠিকানা "ডাষ্টবিন....
*******ভাঙ্গা চশমা*****
ঘরের কোণে পরে থাকা চশমাটা, পৃথিবী টাকে দেখতে পারে না আগের মতন। একটা কাঁচ ঝাপসা, অন্য টা সরু
করে ফাটা।
ঝাপসা কাঁচে মানুষ গুলো কে বড্ড ধোঁয়াশা লাগে।
সরু করে ফাটা কাঁচের ভেতর দিয়ে দেখতে চায় পৃথিবীটাকে , কিন্ত সরু দাগটা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে ওর চেনা আগের পৃথিবীটাকে....